ব্যবসা নয় তাঁর প্রথম পছন্দ ছিল সেলুলয়েড, ট্যুইটে জানালেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা 

আনন্দ মহিন্দ্রাকে কে না চেনেন। দেশে তথা বিশ্বের ধনকুবের মধ্যে তিনি অন্যতম। কিন্তু সফল ব্যবসায়ী নয় বরং ছাত্র জীবনে তাঁর পছন্দ ছিল সিনেমা। তিনি ফিল্মমেকার হতে চেয়েছিলেন। কলেজ জীবনে সিনেমা তৈরি নিয়ে তাঁর প্রতিষ্ঠানিক পড়াশোনাও রয়েছে। 

রবিবার নিজের একটি পুরোনো সাদাকালো ছবি ট্যুইট করেন আনন্দ। সেই সঙ্গে তিনি জানান, প্রথম জীবনে তিনি একজন চিত্র পরিচালক হতে চেয়েছিলেন। ফিল্ম স্কুলে পড়াশোনার কথা ট্যুইটে উল্লেখ করেন তিনি। ১৯৭৭ সালে কুম্ভ মেলার উপর একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে শুটিং চলাকালীন ইন্দোরের কাছে একটি প্রত্যন্ত গ্রামে। 

জানা যায়, স্কুলের পড়া শেষ করে আনন্দ মহিন্দ্রা বিদেশে পাড়ি দেন সিনেমা নিয়ে পড়াশোনা করার জন্য। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিতে গ্র্যাজুয়েটও হয়েছেন। পরে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিজনেস এডমিনিষ্ট্রেশন নিয়ে এমবিএ করেন। 

 

Comments are closed.