দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার ভোর ৩টা ১০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল। মোহনবাগান সমর্থকরা তো বটেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকও। বাতিল করা হয়েছে শুক্রবার সকালের মোহনবাগান অনুশীলন।
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে শুক্রবার সকালে তাঁর মরদেহ পৌঁছোয় ট্যাংরায় নিজের বাড়িতে। দুপুরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মোহনবাগান ক্লাবে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন অসংখ্য প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগান সমর্থক। এই মোহনবাগান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন অঞ্জন মিত্র। দীর্ঘদিন নৈপুণ্যের সঙ্গে সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছর শেষ মুহূর্তে অসুস্থতার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি মোহনবাগান ক্লাবে। এর আগেও বারবার অসুস্থ হয়েছেন তিনি। শেষ কয়েক দিন ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। রেখে গেলেন একমাত্র কন্যা সোহিনী মিত্রকে। তাঁর জামাই প্রাক্তন ফুটবলার এবং বিজেপি নেতা কল্যাণ চৌবে। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।