সোমবার থেকে শহরের রাস্তায় নেমেছে আরও ১০০ টি সরকারি বাস, জেলার মানুষদের কেনাকাটার সুবিধার্থে এই সিদ্ধান্ত

দুর্গাপুজো উপলক্ষ্যে সোমবার থেকে শহরে নামল ১০০ টি সরকারি বাস। এই বাসগুলির মধ্যে আছে এসি ও নন এসি বাসও। পুজোর কেনাকাটা করতে আসা জেলা থেকে আগত সাধারণ মানুষদের জন্য এই বাস নামানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পুজোর সময় প্যান্ডেল হপিং এর জন্য এসি ও নন এসি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এই বাসগুলি সারারাত চলবে শহরের রাস্তায়। এবার জেলার মানুষদের সুবিধার জন্য চালানো হবে ১০০ টি সরকারি বাস বলে জানিয়েছেন, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো উপলক্ষ্যে শহরের বেশ কিছু জায়গায় ভিড় চোখে পড়ার মতন। পুজোর কেনাকাটার জন্য বিভিন্ন জায়গায় যানজট তৈরি হচ্ছে। তাই এবার পুজোর আগেই যানজট এড়াতে নামল ১০০ টি সরকারি বাস। রাজ্যের পরিবহণ মন্ত্রী আরও জানান, এই প্রথম পুজোর সময় সারারাত বাস চলবে শহরের রাস্তায়। কিন্তু পুজোর কটাদিন কিছু রাস্তায় নো এন্ট্রি থাকে। সেইসব রাস্তা এড়িয়ে বাস গুলি চলবে বলে জানিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। তিনি আরও জানিয়েছেন, পুজোর পর আরও ১২০ টি সরকারি বাস চলবে। সেগুলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চলবে। কলকাতা ছাড়া গোটা রাজ্য জুড়েই এই বাস চলবে। এমনই চিন্তা করছে রাজ্য পরিবহণ দফতর। যাত্রী চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত পরিবহণ দফতরের বলে জানা গিয়েছে।

Comments are closed.