ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তকারীদের জালে আরও এক ব্যক্তি। পুলিশ বুধবার রাতে বিরাটি থেকে অশোক কুমার রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই নিয়ে গ্রেফতারি বেড়ে দাঁড়ালো ৭।
তদন্তকারীরা জানতে পেরেছেন, ভুয়ো আইএএস দেবাঞ্জন কসবার যে অফিস থেকে প্রতারণার কাজ চালাতো সেটির মালিক ধৃত অশোক রায়।
গ্রেফতারির পরে ধৃত জানিয়েছেন তিনিও দেবাঞ্জনের প্ৰতরণার স্বীকার। কসবার ক্যাম্পে তাঁর বন্ধু, আত্মীয়রাও জাল ভ্যাকসিন নিয়েছে বলে তদন্তকারীদের কাছে দাবি করেছেন অশোক রায়।
জানা যাচ্ছে, মাসিক ৬৫ হাজার টাকার বিনিময়ে অশোক দেবাঞ্জনকে ওই অফিস ভাড়া দিয়েছিল। জেরায় অশোক রায় জানিয়েছেন, দেবাঞ্জনের কীর্তি কলাপ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে গোয়েন্দারা ধৃতের এই দাবি মানতে নারাজ। তাঁদের অনুমান, পরোক্ষভাবে হলেও অশোক রায় দেবাঞ্জনের প্ৰতরণা চক্রের সঙ্গে জড়িত। এমনকী দেবাঞ্জনকে দুটি খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারেও সাহায্য করেছিলেন অশোক।
বুধবার রাতে বিরাটির বাড়ি থেকেই অশোককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে। তদন্তকারীদের অনুমান, অশোককে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে আসতে পারে।
Comments are closed.