বারাণসী থেকে ফেরার সময় বিমান বিভ্রাট নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা ব্যানার্জি। সোমবার বিধানসভায় তিনি সাফ জানান, আবহাওয়া খারাপ হওয়ার কারণে নয়, বরং তাঁর বিমানের কাছাকাছি অন্য একটি বিমান চলে এসেছিল। যার জেরে পাইলটকে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর বিমানটি ৮ হাজার ফুট নামিয়ে আনতে হয়েছে। পাইলটের দক্ষতার জন্য কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানান মমতা ব্যানার্জি।
উত্তরপ্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহ যাদবের হয়ে প্রচার করতে যান মুখ্যমন্ত্রী। দু’দিনের উত্তরপ্রদেশ সফর শেষে কলকাতায় ফেরার পথে মাঝ আকাশে অবতরণের সময় মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়। পাইলটকে কয়েকহাজার ফুট নামিয়ে আনতে হয় বিমানটিকে। যার ফলে বিমানে প্রবল ঝাঁকুনির জেরে কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। পরে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট চেয়ে এয়ার পোর্ট অথরিটিকে চিঠি লেখিছে নবান্ন। এয়ারপোর্ট অথরিটিও তদন্ত শুরু করেছে। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিমান বিভ্রাট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
Comments are closed.