পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে আরও একটি বন্দে ভারত; জানুন বিস্তারিত 

ইতিমধ্যেই বাংলা থেকে বেশ কয়েকটি বন্দে ভারত চলে। সম্প্রতি হাওড়া পাটনা, হাওড়া-রাঁচি বন্দে ভারত শুরু হয়েছে। এর মধ্যেই জানা গেলো, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও একটি বন্দে ভারত ট্রেন যাবে। 

রেল সূত্রে খবর দীপাবলির আগে দেশের বিভিন্ন রুটে নতুন করে নয়টি  বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে। যার মধ্যে একটি হল বারাণসী-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। নতুন এই ট্রেনটি যাত্রাপথে পুরুলিয়া জংশনে থামবে। যেটি রাজ্যের মধ্যেই। ফলে পুরুলিয়া বা আশপাশের অঞ্চলের বাসিন্দারা খুব সহজেই বারাণসী পৌঁছে যেতে পারবেন। পুরুলিয়া সহ ট্রেনটি মোট ৬টি স্টেশনে থামবে। স্টেশনগুলো হল, টাটানগর জংশন, বোকারো সিটি, গয়া জংশন, পন্ডিত ডিডি উপাধ্যায় জংশন এবং বারাণসী জংশন। 

Comments are closed.