কেরল, পঞ্জাবের পর রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব, ২৭ জানুয়ারি বিশেষ অধিবেশনের ডাক

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। এজন্য ২৭ জানুয়ারি দুপুর ২ টোয় ডাকা হয়েছে বিশেষ অধিবেশন। সেখানে সিএএ বিরোধী প্রস্তাব পেশ করা হবে। সবকটি রাজনৈতিক দলকে এই প্রস্তাব সমর্থনের আবেদন জানানো হয়েছে। বিবৃতি জারি করে একথা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এর আগে গতবছর ৬ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এনআরসি বিরোধী প্রস্তাব পাস হয়। কিন্তু সেই সময় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করা হয়নি। যা আগামী ২৭ জানুয়ারি পেশ করা হবে।

কেরল এবং পঞ্জাব আগেই নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছিল। এবার সেই পথে বাংলাও। শিলিগুড়ি উড়ে যাওয়ার পথে সোমবার মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করার সিদ্ধান্তের কথা। মঙ্গলবার সেই বক্তব্যের সূত্র ধরেই বিশেষ অধিবেশনের ডাক।

Comments are closed.