ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ, নিজাম প্যালেস থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল 

প্রায় ৪ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে  বেরোলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকাল ৯.৫০ নাগাদ নিজাম প্যালেসে পৌঁছান বীরভূমের জেলা সভাপতি। সিবিআই সূত্রে খবর, এদিন প্রথমে প্রায় ২০ মিনিট তাঁকে অপেক্ষা করতে বলা হয়। এরপর গুরু পাচার মামলায় দফায় দফায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এদিন মোট তিন দফায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। তাঁর লিখিত বয়ানও নেওয়া হয়েছে। 

সূত্রের খবর, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য দিল্লির হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত তদন্ত করে সিবিআইয়ের হাতে যে তথ্য উঠে এসেছে তার সঙ্গে অনুব্রতের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। তারপর তাঁকে ফের তলব করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন তদন্তকারীরা। 

এদিকে এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে এসএসকেএম হাসপাতালের দিকে রওনা দিয়েছিল অনুব্রত মণ্ডলের কনভয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ২.১০ নাগাদ এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছান অনুব্রত। তৃণমূল নেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁর নিয়মিত চেকাআপের তারিখ ছিল আজ। সে কারণেই তিনি এখানে এসেছেন। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল জেলা সভাপতি।    

Comments are closed.