ভালো নেই অনুব্রত মণ্ডল। ফের তাঁর বুকের ব্যাথ্যাটা বেড়েছে, শ্বাসকষ্টের সমস্যাতেও ভুগছেন তিনি। তাই পুনরায় ডাক্তারদের পরামর্শ নেওয়া হচ্ছে। সোমবার তৃণমূল নেতার চিনারপার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে এমনটাই দাবি করলেন তার আইনজীবী। সিবিআই তলব প্রসঙ্গে এদিন বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নতুন করে আর কোনও ইমেল আসেনি।
শুক্রবার রাতে এসএসকেএম থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গরু পাচার মামলায় ফের অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়। যদিও অসুস্থার কথা জানিয়ে শনিবার নিজাম প্যালেসে যাননি তিনি। তার কিচ্ছুক্ষণের মধ্যেই আরেকবার ভোট পরবর্তী হিংসার মামলায় রবিবার সিবিআই তলব করে তাঁকে। অনুব্রতকে সিবিআইয়ের তলব এবং তাঁর হাজির না হওয়াকে কেন্দ্র করে কার্যত তুমুল চর্চা শুরু হয়েছে।
এসবের মধ্যেই অনুব্রতর আইনজীবীর সোমবারের মন্তব্যকে কেন্দ্র করে ফের একবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অনুব্রত জানিয়েছেন, তাঁর দুটো আর্টারি ব্লক রয়েছে, শ্বাস কষ্টেরও সমস্যা আগের তুলনায় আরও বেড়েছে। এই পরিস্থিতি সিবিআই পুনরায় অনুব্রত মণ্ডলকে তলব করে নাকি নতুন কোনও পদক্ষেপ নেন এখন সেটাই দেখার।
Comments are closed.