অনুব্রত কন্যার নিয়োগে বেনিয়ম নিয়ে বুধবার থেকে সরগরম রাজ্য। সুকন্যার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি টেট পাশ না করেই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মেয়েকে নিয়ে মুখ খুললেন অনুব্রত। গ্রেফতারির পর প্র্রথবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রতর দাবি, তাঁর মেয়ের টেট পাশ করা আছে। সার্টিফিকেটও আছে। এদিন কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষ করতে নিয়ে যাওয়ার সময় এক টিভি চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেয়ের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
নিয়োগ বিতর্কের অভিযোগে বৃহস্পতিবার অনুব্রত কন্যাকে হাইকোর্টে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এদিন এ প্রসঙ্গেও অনুব্রত জানান, তাঁর মেয়েকে আদালত তলব করেনি। নথিপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, আদালতে হাজিরা দেওয়ার জন্য ইতিমধ্যেই চিনার পার্কের ফ্ল্যাট থেকে রওনা দিয়েছেন অনুব্রত কন্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আর কিছুক্ষনের মধ্যেই তিনি কোর্টে পৌঁছে যাবেন। এদিন সকালেই বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে চলে আসেন সুকন্যা।
Comments are closed.