মানুষ পাগল হলে ভাষাজ্ঞান হারায়! বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রতর
বছরে দু’কোটি চাকরির কী হল, প্রশ্ন অনুব্রতর
‘আম্বানি আদানীদের হাতে দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি’ বৃহস্পতিবার বীরভূমের আহমদপুরের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। ভিড়ে ঠাসা জনসভা থেকে অনুব্রত তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একহাত নেন গেরুয়া শিবিরকে।
বক্তব্যের শুরুতেই বিজেপিকে কটাক্ষ করে অনুব্রতের উক্তি ‘বিজেপি কুকথা বলছে, মানুষ পাগল হয়ে গেলে তার ভাষা জ্ঞান থাকে না’। এদিন কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের নীতির তীব্র বিরোধিতা করেন তিনি । বলেন, পেট্রোলিয়াম, কয়লা, ব্যাঙ্ক, এলআইসির মত সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ করে দিচ্ছেন মোদী। বছরে দু’কোটি চাকরির কী হল, প্রশ্ন অনুব্রতর।
জনসভা থেকে অনুব্রতের চাঞ্চল্যকর অভিযোগ নীরব মোদী ১৪০০০ কোটির দুর্নীতি করে বিদেশে গা ঢাকা দিয়েছেন। বীরভূমের জেলা সভাপতির প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রশ্ন ‘নীরব মোদী আপনার কে হয়?’ ।
রাজ্য সরকারের একাধিক জনকল্যাণ মুলুক কর্মসূচির কথা উল্লেখ্য করেন তিনি। পাশাপাশি সিপিএমকে আক্রমণ করে অনুব্রতর তোপ ‘৩৪ বছরে বাংলার সর্বনাশ হয়েছে’। বিজেপিকে এদিন বিষধর সাপের সঙ্গেও তুলনা করেন বীরভূমের তৃণমূল সভাপতি।
Comments are closed.