অনুপম হাজরার উচিত অনুব্রত মণ্ডলকে প্রণাম করে রাজনীতির সহজপাঠের শিক্ষা নেওয়া। অনুপম হাজরাকে এইভাবেই তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেন অনুপম হাজরা।
তিনি লেখেন, গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্রথম একাদশে খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখল! ভারী অন্যায়! তীব্র প্রতিবাদ জানাই!’
নাম না করলেও অনুপম হাজরা যে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেছেন তা বুঝতে দেরি করেননি আসানসোলের প্রাক্তন সাংসদ। এর উত্তরে বাবুল সুপ্রিয় কটাক্ষ করে জানান, ‘অনুপম অতি সুবোধ বালক, একটি বোকা ছেলে। দু-দুবার বিপুল ভোটে জেতা একজন লোকসভার সাংসদ, লোকসভা থেকে পদত্যাগ করে যে রাজ্যসভায় যাবে না, এটা বোঝার মতো বুদ্ধি যদি অনুপম হাজরার থাকত তাহলে অনুপম হাজরা অনুপম হাজরা হত না। আগের মতো অনুব্রত মণ্ডলবাবুকে প্রণাম করে রাজনীতির সহজপাঠ নেওয়া উচিত ওঁর ।’
শনিবার রাজ্যসভায় ছেড়ে যাওয়া আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর নাম ঘোষণা করে তৃণমূল। আর এই বিষয়টি নিয়েই সোশ্যাল মিডিয়ায় বাবুলকে কটাক্ষ করেন অনুপম হাজরা। প্রসঙ্গত, তৃণমূলে যোগ দেওয়ার পরেই বাবুল সুপ্রিয় বলেছিলেন, ‘তৃণমূলে যোগদানে অনুঘটক ডেরেক ও’ব্রায়েন। আমি প্রথম একাদশে থাকতে চেয়েছি। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই তাঁরা প্রথম একাদশে খেলার সুযোগ দিয়েছেন। তাঁর এই মন্তব্যকে সামনে রেখেই তোপ দেগেছেন অনুপম হাজরা।
Comments are closed.