নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। দুর্ঘটনায় বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সেনারা একটি রেক স্টেশনে ঢোকে। সেইসময় রেকে থাকা জলের ট্যাঙ্কারে জল নিতে ওঠেন তাঁরা। বিদ্যুতের হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদেরকে রেক থেকে নামিয়ে আশঙ্কাজনক অবস্থায় এনজেপি রেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক সেনার। নিহত জওয়ানের নাম মণীশ মেহতা। এই ঘটনার পর রেল স্টেশনে থাকা যাত্রীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।
দুর্ঘটনার পর সেনাবাহিনীর জওয়ানরা প্ল্যাটফর্ম ঘিরে রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সেনা জওয়ানদের একটি ট্রেন ঢোকে। ট্যাঙ্কারে কতটা জল রয়েছে তা দেখতে জওয়ানরা। তখনই বিদ্যুতের হাইটেনশন তার গায়ে লেগে যায় জওয়ানের। আগুন জ্বলে ওঠে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Comments are closed.