নিজেকে ‘র’-এর অফিসার পরিচয় দিয়ে রাজ্যপাল, নির্বাচন কমিশনারকে চিঠি। চিঠি পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মণিময় মণ্ডল। সে নিজের পরিচয় দিতেন র-এর কর্মরত আইপিএস হিসেবে।
কয়েকদিন আগে রাজভবনে একটি চিঠি পাঠায় মণিময়। রাজভবন থেকে জানানো হয় হেয়ার স্ট্রিট থানাকে। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পেশায় চিকিৎসক এই ব্যক্তির বাড়ি দক্ষিণ কলকাতার রবীন্দ্রসরোবর থানা এলাকায়। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে মণিময় পেশায় চিকিৎসক হলেও তিনি নিজের পসার সেইভাবে জমাতে পারেননি। নির্বাচন কমিশন ও রাজভবনে নানা বিষয় নিয়ে চিঠি দিতে শুরু করে মণিময়। রাজভবন থেকে প্রথমে যোগাযোগ করা হয় ‘র’-এর সঙ্গে। সেখান থেকেই রাজভবন জানতে পারে ওই নামের কোনও আধিকারিক বা কর্মী ‘র’-তে নেই। তারপরেই বিষয়টি জানানো হয় হেয়ার স্ট্রিট থানায়।
এই কাজের পিছনে কোনও চক্র জড়িয়ে আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।
Comments are closed.