বর্তমানে সময় সব কিছুই প্রযুক্তি নির্ভর। প্রযুক্তিতে নির্ভর করে দ্রুত পাল্টে যাচ্ছে আমাদের চারপাশ। প্রযুক্তির সাহায্যে শিক্ষাকে আরও উন্নত করতে চাইছে রাজ্য। সেই লক্ষ্যেই এবার স্কুল এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স আনতে চাইছে শিক্ষা দফতর। ইতিমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করতে একটি ৮ সদস্যের কমিটি তৈরি করেছে নবান্ন।
৮ সদস্যের এই টাস্ক ফোর্স রয়েছেন, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র, রাজ্য উচ্চ শিক্ষা সংসদের কৌশিকী দাশগুপ্ত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিরেক্টর স্কুল অফ ইনফর্মেশন সাইন্স নবারুণ ভট্টাচার্য, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনফরমেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সোম দত্তা চক্রবর্তী, বঙ্গবাসী কলেজের কম্পিউটার সাইন্স-এর অধ্যাপক সপ্তর্ষি গোস্বামী।
নবান্ন সূত্রে খবর, টাস্ক ফোর্সের সদস্যরা ইতিমধ্যেই রবিবার একটি প্রাথমিক আলোচনা সেরেছেন। যেখানে রাজ্যের স্কুল এবং উচ্চশিক্ষায় কীভাবে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স আনা যায় তা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে। সেই সঙ্গে এই কাজের ক্ষেত্রে বাইরে থেকে আরও কোনও বিশেষজ্ঞকে যুক্ত করা যায় কিনা, তা নিয়েও সদস্যরাও আলোচনা করেছেন। বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স-এ ব্যবহার শিক্ষাব্যবস্থাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে মত শিক্ষামহলের একাংশের।
Comments are closed.