তাঁর চলে যাওয়ায় যেন কেন আড়ম্বর না হয়। এমনটাই চেয়েছিলেন পরিচালক তরুণ মজুমদার। তাঁকে শ্রদ্ধা জানাতে যেন কোনও ফুল-মালা দেওয়া না হয়। কোনও রকমের সরকারি অমুষ্ঠানেও আপত্তি জানিয়ে গিয়েছিলেন। পরিচালকের নশ্বর দেহ গবেষণার স্বার্থে এসএসকেএম হাসপাতালে দান করা হচ্ছে। এমনটাই ইচ্ছে ছিল বর্ষীয়ান পরিচালকের। তাঁর ইচ্ছে মতোই সমস্ত পরিকল্পনা করেছে পরিচালকের পরিবারের লোকজন এবং অনুরাগীরা।
এদিন প্রথমে এসএসকেএম থেকে পরিচালকের মরদেহ এনটি ওয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে অভিনেতা, পরিচালকেরা শ্রদ্ধা জানান। প্রিয় পরিচালককে শেষ বারের মতো দেখতে এদিন এনটি ওয়ান স্টুডিওতে অনেকেই আসেন। সেখানে তাঁর দেহ কিছুক্ষণ রাখার পর ফের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন হাসপাতালে অগুনতি দর্শক ভিড় করেছেন প্রিয় পরিচালককে শেষ বারের মতো দেখতে।
পরিচালকের পরিবার সূত্রে খবর, দেহদানের ইচ্ছে থেকেই একটি সংস্থার সঙ্গে কথাও বলে রেখেছিলেন প্রয়াত পরিচালক। তবে শেষ পর্যন্ত চুক্তিপত্রে স্বাক্ষর করে যেতে পারেননি। এদিন তরুণ মজুমদার প্রয়াত হওয়ার পর তাঁর পরিবারের তরফেই দেহদানে সম্মতি দেওয়া হয়।
Comments are closed.