ফের খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। বুধবার তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। এর আগেও তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। বুধবারই সেই মেয়াদ শেষ হয়।
এদিন আসানসোল জেল থেকে বেরিয়ে আদালতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে অনুব্রত জানান, তাঁর শরীর ভালো নেই। এদিন আদালতেও তাঁর আইনজীবী যে কোনও শর্তে জামিনের আবেদন করেন। অনুব্রতর আইনজীবী বলেন, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামূল হকের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যোগাযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীর যুক্তি, অনুব্রতর সঙ্গে এনামূলের যোগাযোগের একাধিক প্রমাণ তাঁদের কাছে রয়েছে। সেই সঙ্গে সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, গরু পাচারের জন্য কাস্টমসের আধিকারিকদের অনুব্রত মণ্ডলের লোকজন হুমকি দিতেন। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ২১ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.