চারিদিকে যখন ভ্যাকসিন নিয়ে তোলপাড়, তখন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সামনেই এক মহিলাকে ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন আসানসোল পৌর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা।
বর্ধমান জেলার কুলটির সীতারামপুরে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে যান আসানসোল পৌর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা। অভিযোগ এরপর তিনি নিজেই ভ্যাকসিন দেন এক মহিলাকে। এই নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই তাবাসুম আরা জানান, তাঁর নার্সিং ট্রেনিং নেওয়া আছে। তাই ইনজেকশন দেওয়ার কাজ তিনি জানেন। তবে একজন প্রশাসনিক কর্তা হয়ে কীভাবে তিনি ভ্যাকসিন দিতে পারেন। প্ৰশ্ন করা হলে পরে ভুল স্বীকার করে নেন তিনি।
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এটি খুবই উদ্বেগজনক বিষয়। স্বাস্থ্যকর্মীদের কাজ ওদের করতে দিলেই ভালো।
তবে যে মহিলাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার ওপর নজর রাখা হচ্ছে বলে জানান আসানসোল পৌরসভার স্বাস্থ্য আধিকারিক দিলীপ গাঙ্গুলি।
Comments are closed.