আসানসোলে ভোট প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃনমুল কংগ্রেস প্রার্থী উৎপল সিনহার প্রচারে যান ভুবন বাদ্যকর। ওই ওয়ার্ডের এক জনসভায় হঠাৎ হাজির হন ভুবন বাদ্যকর। সেখানে তিনি কাঁচা বাদাম গান করেন।
বাংলার এক গ্রামের হতদরিদ্র বাদাম ওয়ালা ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গান গেয়ে খ্যাতি অর্জন করেন। নেট দুনিয়ায় ভাইরাল হয় সেই গান। নিমেষে ভুবন বাদ্যকরের গান ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। কলকাতায় পুরভোটের আগে ভুবন বাদ্যকরকে এনে প্রচার করেছিলেন মদন মিত্র। আর এরপর বাকি ৪ পুরসভার ভোটে ভুবন বাদ্যকরকে দেখা যাচ্ছে প্রচার করতে।
এদিন আসানসোলে ভুবন বাদ্যকরকে সাংবাদিকরা প্রশ্ন করেন ভবিষ্যতে তৃণমূলের টিকিট পেলে ভোটে লড়বেন কিনা, ভুবন জানান, তিনি তৃণমূলের সমর্থক হলেও ভোটে লড়াই করবেন না কোনওদিন।
তবে ভোটের প্রচারে ভুবন বাদ্যকরকে আনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, ভুবনকে দেখতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। তাতে শিকেয় উঠেছে করোনা বিধি।
Comments are closed.