রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই পরিস্থিতিতে বি সি রায় হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হল। বিসি রায় হাসপাতালে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জন শিশুর। এই অবস্থায় বাড়ানো হল শয্যা সংখ্যা।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতালে থাকছেন সিনিয়র চিকিৎসকরা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বি সি রায় হাসপাতালে অতিরিক্ত ৭৫টি পিআইসিইউ শয্যা চালু করা হয়েছে। অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক নিয়মাবলী চালু করা হয়েছে। ২৪ ঘন্টার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চালু হয়েছে কন্ট্রোল রুম।
অন্যদিকে অ্যাডিনো ভাইরাস সংক্রমিতদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করার চেষ্টা করবে রাজ্য সরকার। বাংলা জুড়ে ডোর টু ডোর সমীক্ষা করবে রাজ্য সরকার। বাংলায় প্রায় ৫৪,০০০ আশা কর্মী রয়েছেন। আশা কর্মীদের ওপর সমীক্ষা করার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। আশা কর্মীরা তাঁদের সমীক্ষার রিপোর্ট সুপারভাইজারদের কাছে জমা দেবেন। যারা স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠাবেন রিপোর্ট। আশা কর্মীরা সংক্রমিতদের পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করবে।
Comments are closed.