অসুস্থ বাবা-মাকে ছেড়ে স্বামীকে অন্যত্র থাকতে বলা মানসিক অত্যাচার, রায় হাইকোর্টের

অসুস্থ বাবা-মাকে ছেড়ে স্বামীকে অন্যত্র থাকতে বলা মানসিক অত্যাচার। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিবাহ বিচ্ছেদের এক মামলায় এই রায় দিল হাইকোর্ট।

২০ বছর আগে দমদমের এক মহিলার সঙ্গে বিয়ে হয় বারাসতের বাসিন্দার। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে থাকতে সমস্যা হচ্ছিল ওই মহিলার। অভিযোগ, স্বামীকে অসুস্থ মা-বাবাকে ছেড়ে অন্যত্র থাকার জন্য চাপ দিতে শুরু করেন ওই মহিলা। স্ত্রীর এই দাবি মেনে নেননি ওই ব্যক্তি। ২০০৭ সালে এক কন্যাসন্তান হয় দম্পতির। পারিবারিক অশান্তি চূড়ান্ত পর্যায়ে গেলে ২০০৮ সালে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান ওই মহিলা।

এরপর ওই ব্যক্তি দাম্পত্য অধিকারের দাবিতে বারাসত আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় ওই মহিলাকে ফের দাম্পত্য সম্পর্ক শুরু করার কথা বলে আদালত। কিন্তু মহিলা ওই রায় মেনে নেননি। তিনিও স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন। মহিলার স্বামীর দায়ের করা দাম্পত্য অধিকার সংক্রান্ত মামলাটি খারিজ হয়ে যায়। ওই ব্যক্তি বারাসত আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। সেই মামলায় ওই ব্যক্তির পক্ষে রায় দেয় আদালত।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। দুই পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, অসুস্থ বাবা-মাকে ছেড়ে স্বামীকে অন্যত্র থাকতে বলা মানসিক অত্যাচার। তাই ওই মহিলার আবেদন খারিজ করা হচ্ছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সঙ্গত কারণেই বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে নিম্ন আদালত।

Comments are closed.