নবান্ন রাজ ভবনের মধ্যে জটিলতা কাটল অবশেষে। বিধানসভায় বাদল অধিবেশনের জন্য অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার থেকেই শুরু হচ্ছে বাদল অধিবেশন। সূত্রের খবর, শুক্রবার রাজ্যপালের সঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির কথা হয়েছে। দীর্ঘ আলোচনার পর সোমবার থেকেই অধিবেশন বসা নিয়ে দু’পক্ষ সম্মত দিয়েছে।
জানা গিয়েছে, শনিবারই বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি এবং মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এদিন শোভনদেব চ্যাটার্জি জানান, অধিবেশন শুরু নিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। অবশেষে ২৪ জুলাই দিনটি নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নবান্নে বসবে মন্ত্রিসভার বৈঠক। তখনও ঠিক ছিল না ২৪ জুলাই বিধানসভায় অধিবেশন শুরু হচ্ছে কিনা। কিন্তু এখন রাজ্যপালের অনুমোদন মেলায়, মন্ত্রিসভার বৈঠক নবান্ন থেকে বিধানসভায় সরিয়ে আনা যায় কিনা এখন সেটাই শেখার।
পঞ্চায়েতের ফল প্রকাশের পর বিধানসভায় প্রথম অধিবেশন বসছে। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলার সিংহভাগ দখল করেছে ঘাসফুল শিবির। এই অবস্থায় আসন্ন অধিবেশনে যে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে তা একপ্রকার স্পষ্ট।
Comments are closed.