মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে তাক লাগিয়ে দিলেন চার ফুট ২ ইঞ্চির ভাস্কর বিশ্বাস। মধ্যপ্রদেশের রাতালামে আয়োজিত হয়েছিল মিস্টার ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভাস্কর বিশ্বাস। আর সেখানেই ব্রোঞ্জ পদক জয় করেন তিনি।
নদিয়ার গাংনাপুর থানার গোপীনগরের বেলেহাটি গ্রামের বাসিন্দা ভাস্কর বিশ্বাস। উচ্চতা চার ফুট দুই ইঞ্চি। শারীরিকভাবে তিনি ৫০ শতাংশ প্রতিবন্ধী। ছোট থেকে নিয়মিত অনুশীলন করতেন। করেছেন কঠোর পরিশ্রম। ছোট থেকে অভাবের মধ্য দিয়ে বড় হতে হয়েছে ভাস্করকে। টাকার অভাবে স্নাতক স্তরে পড়াশোনা করতে পারেননি। ২০১৯ সালে বাবাকে হারানোর পর মা কুমকুম বিশ্বাসকে সঙ্গে নিয়ে লড়াই শুরু হয় ভাস্করের। করোনায় আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। একটি বেসরকারি সংস্থায় চাকরি পান। চাকরির মাঝে সময় পেলেই বডি বিল্ডিংয়ের অনুশীলন করতেন তিনি।
ব্রোঞ্জ জয়ের পর তিনি জানিয়েছেন, চাকদহের বাসিন্দা প্রশিক্ষক শুভেন্দু কর্মকার পাশে না থাকলে হয়তো এই পদক জয় করতে পারতাম না। আগামিদিনে আরও সাফল্য চান তিনি। মনোহর আইচকে জীবনের আদর্শ মনে করে আন্তর্জাতিক স্তরে পদক জয় করতে চান।
উল্লেখ্য, পকেট হারকিউলিস বলা হত বডি বিল্ডার মনোহর আইচকে। তিনিও ছিলেন খর্বকায়। তাই মনোহর আইচকে জীবনের আদর্শ বলে মনে করেছেন ভাস্কর। মধ্যপ্রদেশের রাতালামে ২৫ জন প্রতিযোগীকে পিছনে ফেলে ব্রোঞ্জ জয় করেছেন ভাস্কর। ভাস্করের এই সাফল্যে খুশি এলাকাবাসীরা।
Comments are closed.