দীর্ঘ ২৫ দিন পর জটিলতা কাটিয়ে বালিগঞ্জের বিধায়ক পদে শপথগ্রহণ করলেন বাবুল সুপ্রিয়। বুধবার বিধাসভার ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি।
আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রে উপনির্বাচন ছিল। ফল ঘোষণা হয় ১৬ এপ্রিল। তার পর ২৫ দিন কেটে গেলেও শপথ নেওয়া হচ্ছিল না বাবুল সুপ্রিয়র। তৃণমূলের অভিযোগ, রাজ্যপালের অসহযোগিতার জন্যই শপথগ্রহণ এতদিন আটকে ছিল। বিধানসভার তরফে বাবুলের শপথগ্রহণ নিয়ে রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হলেও জগদীপ ধনখড় প্রথমে তা নাকচ করেন। তিনি নানান বিষয় নিয়ে বিধানসভার কাছে কিছু প্রশ্নের উত্তর চেয়েছিলেন। তা না পাওয়া পর্যন্ত তিনি অনুমতি দিতে অস্বীকার করেন।
এদিকে রাজ্যপালের ভূমিকার কড়া নিন্দা করেন স্পিকার বিমান ব্যানার্জি। পাশপাশি রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরও রাজ্যপালের এই ভূমিকা নিয়ে আপত্তি তোলেন। শেষ পর্যন্ত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দেন রাজ্যপাল।
যদিও ডেপুটি স্পিকার প্রথমে রাজ্যপালের প্রস্তাবে রাজি হননি। শেষ পর্যন্ত স্পিকার বিমান ব্যানার্জি ডেপুটি স্পিকারকে বলায়, বুধবার বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করান আশীষ ব্যানার্জি।
Comments are closed.