৭ ঘন্টা যুদ্ধ বিরতির দিয়েছিল রাশিয়া। কিন্তু এরমধ্যে ইউক্রেনে ফের হামলা চালাল রাশিয়া। দাবি ইউক্রেনের। কিভে ক্রমাগত বোমাবর্ষণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। শনিবার ভারতীয় সময় সকাল ১১.৩০ মিনিটে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করে রাশিয়া। সাধারণ মানুষ যেন নিরাপদে বেরিয়ে আসতে পারে, সেই সময় দেয় রাশিয়া। কিন্তু এরমধ্যেই ইউক্রেনের একাধিক জায়গায় বোমাবর্ষণ শুরু করে রাশিয়া।
ইউক্রেনে ঘরছাড়া রয়েছেন ১ লক্ষের বেশি মানুষ বলেই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। শতাব্দীর সবথেকে বড় শরণার্থী সঙ্কট হতে চলেছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মারিউপোলে ৪ লক্ষ ৪০ হাজার এবং ভলনোভাখায় ২১ হাজার মানুষ আটকে ছিল। পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা থেকেও বিচ্ছিন্ন ছিলেন তাঁরা। সেইসব নাগরিকদের দেশ ছাড়ার সুযোগ করে দেয় রাশিয়া। কিন্তু এরমধ্যেও ফের হামলা চালায় রাশিয়া।
Comments are closed.