যে বয়সে শিশুরা মেতে থাকে খেলনা নিয়ে, সেই বয়সে এই শিশুর খেলার সঙ্গী ৩২ টি দাবার গুটি। ২ বছর বয়সেই দাবা খেলায় পটু এই শিশুর নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খাতায়। নাম বৈদুর্য ঘোষ। বয়স মাত্র ২ বছর ২ মাস। এই ছোট বয়সেই দাবার ৩২ টি গুটি নখদর্পণ করে ফেলেছে সে।
কোচবিহার জেলার এই শিশু ছোট থেকেই দাবাকে সঙ্গী করে ফেলেছে। খুব কম সময়ে সে সাজিয়ে ফেলতে পারে দাবার ৩২ টি গুটি। কিন্তু কীভাবে সে এত ছোট বয়সে দাবাকে সহজ করে ফেলেছে? জানা গিয়েছে, পরিবারে দাবা খেলার ঐতিহ্য আছে। বৈদুর্যর দিদি দৈতা ঘোষ খুব ছোট বয়সে আন্তর্জাতিক স্তরে দাবা খেলে খেতাব পেয়েছে। তাই জন্মের পর থেকে দিদিকে দেখে সে দাবা খেলায় মেতেছে।
এলাকায় অনেকে নিয়মিত তাঁদের বাড়িতে দাবা খেলতে আস। প্রায়সই বাড়িতে বসে দাবা খেলার আসর। আর এই দেখে ছোট থেকে দৈতা ও বৈদুর্য দাবাকে নিজেদের সঙ্গী করে নিয়েছে। ছোট বেলায় বৈদুর্য দিদির সঙ্গে এই বুদ্ধির খেলা নিয়ে বসত। এখন তাঁর বয়স মাত্র ২ বছর ২ মাস। স্পষ্টভাবে কথা বলতে না পারলেও দাবা খেলায় সে জব্দ করে দিতে পারে বড় যে কোনও মানুষকে।
এই বিষয়ে বৈদুর্যর বাবা অখিল ঘোষ জানিয়েছেন, মোবাইল নিয়ে খেলার থেকে দাবা খেলা অনেক শ্রেয়। তাই ছোট থেকে ছেলে মেয়েদের দাবা খেলার অভ্যাস তৈরী করি। এই খেলায় বুদ্ধির বিকাশ হবে। বাড়িতেও তাই সময় পেলেই এই খেলায় মেতে উঠি সকলে। বৈদুর্য আর দৈতার এই সাফল্যে খুশি এলাকাবাসী। এলাকাবাসীদের কথায়, ওরা জেলার গর্ব।
Comments are closed.