কমনওয়েলথ গেমসে ফের বাংলার মুখ উজ্জ্বল করলেন এক তরুণ। বাংলার ঝুলিয়ে স্কোয়াশে ব্রোঞ্জ দিলেন সৌরভ ঘোষাল। চলতি কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে প্রথম পদক জিতল ভারত। সৌরভের সাফল্যে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, সৌরভের কৃতিত্ব ভারতের তরুণদের স্কোয়াশের প্রতি জনপ্রিয়তা বাড়াবে।
It is a delight to see @SauravGhosal scaling new heights of success. The Bronze medal he’s won in Birmingham is a very special one. Congratulations to him. May his achievements help boost the popularity of squash among India’s youth. pic.twitter.com/uhCEv15AMs
— Narendra Modi (@narendramodi) August 3, 2022
এই পদক জয়ের পর টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, বাংলার আরেকজন গর্বের নাম সৌরভ ঘোষাল কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জিতেছেন তিনি। তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভকামনা।
Another proud moment for all of us as Saurav Ghosal from West Bengal wins the bronze medal in squash at CWG, 2022.
Heartfelt congratulations to him. Your success will be an inspiration to countless others in the country. All the best for your future endeavours!
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2022
এই পদক নিয়ে ভারতের মোট পদকের সংখ্যা এখন পর্যন্ত ১৬। বুধবার ইংল্যান্ডের প্রতিপক্ষ জেমসকে ১১-৬, ১১-১, ১১-৪ এ হারিয়ে দেন সৌরভ। এটাই ছিল সৌরভ ঘোষালের দ্বিতীয় কমনওয়েলথ গেমস থেকে পদক। আর এই নিয়ে সৌরভ মোট চারবার কমনওয়েলথ গেমসে খেললেন। প্রথম দুটো কমনওয়েলথে তিনি পদক পাননি। ২০১৮ ও ২০২২ সালে এল পদক। ২০১৮ সালে গোল্ড কোস্টে ডবলসে রুপো জিতেছিলেন তিনি। এই পদক জয়ের পর আবেগে কান্নায় ভেঙে পড়েন সৌরভ। তিনি বলেন, আমি খুব খুব খুশি। এটা ভারতের স্কোয়্যাশের জন্য ঐতিহাসিক দিন।
Comments are closed.