কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত বাংলার দুই শ্রমিককে ফিরিয়ে আনা হচ্ছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তাঁদের বিমানে ফিরিয়ে আনা হচ্ছে। এরপর এই রাজ্যেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। আহত দুই শ্রমিক আনিকুল ইসলাম এবং নাজিবুল আলম মালদার চাঁচলের বাসিন্দা।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, আহত দুই শ্রমিকের চিকিৎসা হবে মালদাতেই। বিমানে কলকাতায় আনার পর তাঁদের ট্রেনে করে নিয়ে যাওয়া হবে মালদায়। মালদা মেডিক্যাল কলেজে এই দুই শ্রমিককে পরীক্ষা করে দেখবেন সেখানকার চিকিৎসকরা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিমানে করে কলকাতায় ফিরছেন তাঁরা।
এক মাস আগে আনিকুল ইসলাম এবং নাজিবুল আলম রাজমিস্ত্রির কাজ করতে কাশ্মীরে গিয়েছিলেন। গত ২২ এপ্রিল বদগাঁও জেলায় রান্নার কাজ করছিলেন তাঁরা। তখনই গুলি চালায় জঙ্গিরা। গুলিতে আহত হন শ্রমিকরা।
Comments are closed.