রাজ্যজুড়ে পুলিশের কড়া নজরদারির মধ্যেই চলছে অগাস্ট মাসের প্রথম লকডাউন। কলকাতার বিভিন্ন রাস্তায় গার্ডরেল দিয়ে রাস্তা আটকে চলছে নাকা তল্লাশি। কোনও কারণ ছাড়া বাড়ি বাইরে বেরোলেই পড়তে হচ্ছে পুলিশের হাতে। সদুত্তর দিতে না পারায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। শহর, গ্রামের রাস্তায় রাস্তায় চলছে পুলিশি টহল।
এদিক লকডাউন উপেক্ষা করে বেড়াতে বেরোনোয় কয়েকজনকে ধরে রাস্তায় কান ধরে ওঠবোস করায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। আবার বেহালা এলাকায় সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এক ব্যক্তি। তাঁকে ঘাড়ে সাইকেল তুলে বাড়ি ফিরতে হয়। তবে শুধু সল্টলেক বা বেহালাই নয়, রাজ্যের সর্বত্র লকডাউন মানাতে কড়া হয়েছে পুলিশ।
তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত গোলমালের খবর এসেছে যদিও সার্বিক চিত্র তা ছিল না। সব মিলিয়ে অগাস্টের প্রথম লকডাউনে পাশ রাজ্য। এরপর আবার সাপ্তাহিক লকডাউন ৮ অগাস্ট, শনিবার। তারপর ২০ তারিখ বৃহস্পতিবার, ২১ অগাস্ট শুক্রবার, ২৭ তারিখ বৃহস্পতিবার, ২৮ অগাস্ট শুক্রবার এবং ৩১ অগাস্ট সোমবার লকডাউন হবে।
Comments are closed.