তৃণমূলের বিক্ষোভের মুখে বাবুল, আলিপুরে গাড়ি ঘিরে খেলা হবে স্লোগান
বিক্ষোভে আটকে পরে বাবুল গাড়ি থেকেই বিক্ষোভকারী তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন
সোমবার মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে ফের তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আলিপুরে জেলাশাসকের অফিসে যাওয়ার পথে বাবুলের গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
এদিন রোড শো করে আলিপুরের ডিএম অফিসে মনোনয়ন জমা করতে যাচ্ছিলেন বাবুল। সেই সময় প্রচুর তৃণমূল সমর্থক তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বাবুল সুপ্রিয় নিজে গাড়ি চালিয়ে মনোনয়ন জমা করতে এসেছিলেন। বিক্ষোভে আটকে পরে তিনি গাড়ি থেকেই বিক্ষোভকারী তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। স্লোগান পাল্টা স্লোগান চলে দু’পক্ষের মধ্যে।
[আরও পড়ুন- পুর প্রশাসক পদে ইস্তফা ফিরহাদের, রিপোর্টে জানাবেন মুখ্যসচিব]
ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।
কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় বাবুল সুপ্রিয়কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেই ঘটনার পুনারাবৃত্তি ঘটল সোমবার মনোনয়ন পেশের
Comments are closed.