প্ৰচারে ‘না’ বাবুলের, রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্তে অনড় আসানসোলের সাংসদ

ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচারে থাকছেন না, জানালেন বাবুল সুপ্রিয়। শুক্রবার প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি তারকা প্রচারকের নামের তালিকাও প্রকাশ করে বিজেপি।

ভবানীপুর উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম ছিল আসানসোলের সাংসদের। রাজনীতিকে বিদায় জানানোর পরেও প্রচারকের তালিকায় বাবুলের নাম থাকা ঘিরে জল্পনা শুরু হয়। বাবুল সুপ্রিয় কী তবে ফের বিজেপিতে ফিরছেন? রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কার্যত বাবুলকে বিজেপির মুখ বলে উল্লেখ্য করেন। এই আবহে গায়ক কী করবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল।

যদিও অন্য এক পক্ষের দাবি ছিল প্রচারকের তালিকায় নাম থাকলেও বাবুল হয়তো প্রচারে থাকবেন না।

সম্ভাবনা সত্যি করে বাবুল জানান, বিজেপির হয়ে প্রচারে তিনি থাকছেন না। এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিজেপি এরকম একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রচারকের তালিকায় তাঁর নাম রাখায় তিনি দলের প্রতি কৃতজ্ঞ। তবে রাজনীতি ছাড়ার সিদ্ধান্তেই তিনি অনড় থাকতে চান। যদিও ভবানীপুরের বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিজেপিতে পথ চলা কার্যত বাবুলের মাধ্যমেই। সাংসদের শুভেচ্ছা বার্তায়ও সেকথা উল্লেখ্য ছিল।

উল্লেখ্য, ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক হেভিওয়েট নেতৃত্ব থাকছেন। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ সহ একাধিক নেতৃত্ব তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রচারে নামবেন ভবানীপুরে।

Comments are closed.