বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ো। সোমবার মনোনয়ন জমা দেন বাবুল সুপ্রিয়ো। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বাবুল জানান, দিদি আমাকে অনেক ভরসা করে এই কেন্দ্রে প্রার্থী করেছেন। আমি দিদির মান বজায় রাখব।
তবে বিজেপি ছাড়ার জন্য কোনও আক্ষেপ করতে রাজী নন বাবুল। তিনি বলেন, বিজেপিতে এখনও অনেকে পদ আঁকড়ে ধরে বসে আছেন। ক্ষমতা থাকলে পদত্যাগ করে দেখান।
অন্যদিকে আসানসোল কেন্দ্রের উপ নির্বাচনে মনোনয়ন জমা দেন শত্রুঘ্ন সিনহা। আসানসোল জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন। ফলপ্রকাশ ১৬ এপ্রিল। বিজেপি ছাড়ার পর আসানসোল কেন্দ্রের সাংসদ পদ থেক ইস্তফা দেন বাবুল। তাই ওই কেন্দ্রে উপনির্বাচন। বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখার্জির মৃত্যুর পর ওই আসনে ভোট হচ্ছে। প্রার্থী বাবুল সুপ্রিয়ো।
Comments are closed.