বুধবার বকখালিতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল ৯ জন মৎস্যজীবীর দেহ। ওই ট্রলারে ১২জন মৎস্যজীবী ছিলেন।দুজনকে বুধবার উদ্ধার করা হয়েছিল। এখনও নিখোঁজ ১ জন মৎস্যজীবী।
বুধবার বকখালি থেকে ২২ কিলোমিটার দূরে হৈমবতী নামে একটি ট্রলার উলটে যায়। ওইদিনই উদ্ধার করা হয় ডুবে যাওয়া ট্রলার। রাতভর তল্লাশি চালিয়ে বুদ্ধদেব মাইতি, অনাদি সাসমল, নারায়ন সাসমল, গোপাল জানা, রবীন বর, অজিৎ বেরা, গৌতম পারুই, গৌরহরি দাসের মৃতদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি জানিয়েছেন, খবরটি নবান্নে পৌঁছাতেই মুখ্যমন্ত্রী আমাকে এখানে আসার নির্দেশ দেন। ট্রলার উদ্ধার হয়ে ফ্রেজারগঞ্জ আসা এবং সকলের উদ্ধার হওয়া অবধি তিনি আমাকে এখানে অপেক্ষা করার নির্দেশ দেন। তিনি আরও জানিয়েছেন, মাছ ধরে ফেরার সময় রক্তেশ্বরী চরের কাছে ট্রলার ডুবে যায়। মাঝি শংকর সাসমল এবং সন্তোষ মন্ডল ডুবে গেলেও ফিশিং লঞ্চের বয়া ধরে উদ্ধার হন। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
Comments are closed.