ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছিলেন কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। যাতে কোনো পরিবার অর্থনৈতিক অসুবিধার কারণে তাদের মেয়ে কন্যার বিয়ে না দিয়ে দেয়। এই কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা গরীব-দুঃস্থ মেয়েদের উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করা। এবার স্কুলে ছাত্রদের জন্য চালু হচ্ছে ‘বন্ধু মহল’ প্রকল্প। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে বয়ঃসন্ধি কালের সমস্যা সমাধানে স্কুলে তৈরি করা হচ্ছে বয়েজ ক্লাব।
ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের স্কুলগুলিতে শুরু হয়েছে বয়েজ ক্লাব তৈরি করার কাজ। ওই জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কুলে বয়েজ ক্লাব তৈরি করতে বলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কিছু স্কুলে চালু আছে বান্ধব নামের ক্লাব। যেখানে ছাত্রদের বয়ঃসন্ধিকালের সমস্যা সমাধান করা হয়। তবে নতুন ভাবে ‘বন্ধু মহল’ তৈরি হলে দেখাশোনা করবেন স্কুলেরই এক জন শিক্ষক। তবে এখন শুধু পশ্চিম মেদিনীপুর জেলা এই উদ্যোগ নিলেও ধীরে ধীরে অন্য জেলাগুলিও এই কাজে উদ্যোগী হবে।
Comments are closed.