৩ দিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৩ দিনের সফরে ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তাঁর। সোমবার বৈঠক করবেন বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে। এই সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সফরের শেষ দিন রাজস্থানের অজমেঢ়ে যাবেন বলে জানা গিয়েছে। ৮ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা তাঁর। এর আগে নদীজলবণ্টন নিয়ে হাসিনাকে বলতে শোনা গিয়েছে, জলবণ্টন নিয়ে ভারতের আরও একটু উদারতা দেখানো উচিত। তাতে দুদেশই উপকৃত হবে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। সামনের বছর বাংলাদেশে নির্বাচন। এর আগে শেখ হাসিনার ভারত সফর বেশ গুরূত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Comments are closed.