বাংলায় কেন্দ্রের উদ্যোগে চালু ‘দুয়ারে পোস্ট অফিস’ প্রকল্প

এবার রাজ্যে চালু হল দুয়ারে পোস্ট অফিস। তবে এটা রাজ্যের উদ্যোগে নয়, চালু হয়েছে কেন্দ্রের উদ্যোগে। শুক্রবার বারাসত এলাকায় প্রথম চালু হয় দুয়ারে পোস্ট অফিস। মূলত পার্সেল বুকিংয়ের জন্য পোস্ট অফিসের তরফে এই পরিষেবা চালু হয়েছে।

জানা গিয়েছে, বারাসত এলাকার মধ্যে কাউকে আর পার্সেল বুকিং করতে হলে পোস্ট অফিসে আসতে হবে না। কেউ ফোন করে পার্সেল বুকিং করতে চাইলে জানাতে হবে পোস্ট অফিসে। তারপর তাঁর বাড়ির ঠিকানায় পোস্ট অফিসের মোবাইল পার্সেল বুকিং ভ্যান নিয়ে পোস্ট অফিসের কর্মীরা পৌঁছে যাবে। তাঁর বাড়িতে গিয়ে পার্সেল নিয়ে তাঁকে রিসিভ কপি দিয়ে কর্মীরা মোবাইল ভ্যান নিয়ে আসবে পোস্ট অফিসে। তারপর সঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে পার্সেল।

শুক্রবার বারাসত পোস্ট অফিসে এই পার্সেল ভ্যান সহ দুয়ারে পোস্ট অফিসের উদ্বোধন করেন পোস্ট অফিসের সুপারেন্টেন্ড প্রদত্ত কুমার দাস। রাজ্যে মোট ৭৯টি মোবাইল পার্সেল ভ্যান চালু হবে। এর মধ্যে বারাসতেই প্রথম মোবাইল পার্সেল ভ্যান চালু করা হল।

বাংলায় মমতা ব্যানার্জির উদ্যোগে ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ চালু হয়েছে। এবার সেই অনুকরণে কেন্দ্র বাংলায় চালু করল ‘দুয়ারে পোস্ট অফিস’।

Comments are closed.