এবার স্কুল খোলার দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি জনসভায় তিনি বলেন, গ্রামের গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে তাড়াতাড়ি কোভিড বিধি মেনে স্কুল খোলার দরকার।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, মদের দোকান, বার, বিউটি পার্লার, সেলুন খোলা। কিন্তু স্কুল খুলছে না। স্কুল খোলা না হলে ক্ষতি হবে গ্রামের দরিদ্র পড়ুয়াদের। কারণ তাঁদের ল্যাপটপ, ট্যাব কেনার টাকা নেই। রাজ্যের বিরোধী দলনেতার আরও কটাক্ষ লোকাল ট্রেন আর স্কুল খোলার ক্ষেত্রেই কি শুধু করোনা থাকে। ছাত্র ছাত্রীদের দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করে স্কুল খোলার দাবি জানান শুভেন্দু।
স্কুল খোলার দাবিতে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে অভিভাবকদের একাংশ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রধান শিক্ষকরা। রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
Comments are closed.