কলকাতার বইমেলা শুরু হতে কয়েকদিন বাকি এখনও। এরমধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হল মিনি বইমেলা। কলকাতার মিনি বইমেলা উদ্বোধন হল। উদ্বোধন করলেন পাবিলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি। ১ মাস ধরে চলবে এই বইমেলা। কলেজ স্ট্রিটের বইপাড়ায় আয়োজন করা হয়েছে ৫ ফুট বাই ৬ ফুটের বইমেলা।
মিনি বইমেলার অন্যতম আকর্ষণ ১ টাকার বই। এই ১ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে উপন্যাস, গোয়েন্দা গল্প, কবিতা ও বিভিন্ন রকমের বই। বেশি বই কিনলে পাওয়া যাবে ছাড়। বইমেলার উদ্যোক্তা একজন তরুণ বইপ্রেমী মানুষ। নাম সম্রাট হুই। স্বামীজির জন্মদিনে এই মিনি বইমেলার উদ্বোধন করে তিনি বলেন, কলকাতার বইমেলা এশিয়ার বৃহত্তম বইমেলা আর আমার দোকানের বইমেলা পৃথিবীর সবথেকে ছোট বইমেলা। এখনও পর্যন্ত ৫২ টি বই প্রকাশ পেয়েছে তাঁর। স্বামীজির বাণী অনুসরণ করে তিনি বলেন, বইয়ের পূর্ণত্ব প্রকাশের নামই শিক্ষা। কলকাতার বইমেলাতেও স্টল পাওয়ার কথা জানান তিনি।
এর আগে ২০২১ সালে পুজোর আগে কলকাতায় চালু হয়েছিল ১০ দিনের মিনি বইমেলা। বাংলাদেশের বই পাওয়া যাচ্ছিল সেখানে। ওই বইমেলা উৎসর্গ করা হয়েছিল বুদ্ধদেব গুহ ও শঙ্খ ঘোষকে। বইমেলায় আয়োজক সংস্থা ছিল দে’জ। কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর টাওয়ারে এই বইমেলার আয়োজন করা হয়েছিল।
Comments are closed.