২৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে বেলুড় মঠ। প্রায় দেড় মাস পর খুলে যাচ্ছে বেলুড় মঠ। ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে মঠ খোলা থাকার সময়সীমা বাড়বে। ওই দিন প্রসাদ বিতরণও করা হবে মন্দিরে।
বৃহস্পতিবার মঠের অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার থেকে খুলে যাবে মঠ। সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। কিন্তু এখনই দেখা যাবে না সন্ধ্যা আরতি। প্রসাদ বিতরণও করা হবে না। শুধুমাত্র ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে প্রসাদ বিতরণও করা হবে। কিন্তু মেনে চলতে হবে সঠিক কোভিডবিধি। এরআগে গত ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ রাখা হয়। পরে ফের বন্ধ করে দেওয়া হয় মঠের দরজা।
Comments are closed.