রাজ্যের নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে পা রাখতে চলেছে প্রায় ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুধবার নির্বাচন কমিশন সূত্রে একথা জানা গিয়েছে।
সাধারণত, ভোট ঘোষণা হওয়ার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এবার অন্য পথে হাঁটছে কমিশন। সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে সম্প্রতি জমা পড়া রাজ্যের আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট। তাই আগেভাগে আধাসেনা আনিয়ে স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের কাজ করা হবে বলে জানা যাচ্ছে।
কমিশনের এক কর্তা জানান, ভোট ঘোষণা না হলেও সামগ্রিক পরিস্থিতি যাচাই করে কমিশন রাজ্যকে এই সংক্রান্ত সুপারিশ করতেই পারে। তবে বর্তমানে সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতির পরিস্থতি যেদিকে এগচ্ছে, তাতে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটপর্বে রাজ্যে মোতায়েনের জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৯২০ কোম্পানি বাহিনী চেয়ে রেখেছে কমিশন। ভোট ঘোষণার পর ধাপে ধাপে তাদের আনা হবে।
Comments are closed.