কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, সব ঠিক থাকলে সোমবারই পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করবে গেরুয়া শিবির। ঘোষণা মোতাবেকই কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করল রাজ্যের বিরোধী দল।
জল্পনা মোতাবেকই বিদায়ী সব কাউন্সিলর প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ৪৮ টি ওয়ার্ডে তরুণ প্রার্থী দিয়েছে বিজেপি। পাশাপাশি ৫০ জন মহিলা প্রার্থী হয়েছেন। তালিকায় চারজন শিক্ষক ও অধ্যাপকও রয়েছেন।
প্রসঙ্গত, গত পুরভোটে ৭ টি ওয়ার্ড জিতেছিল বিজেপি। যার মধ্যে চারটি দক্ষিণ কলকাতার এবং তিনটে উত্তর কলকাতার। বর্তমানে বিজেপির কাউন্সিলরের সংখ্যা চার জন। দু’জন তৃণমূলে যোগ দিয়েছেন। এবং এক বিদায়ী কাউন্সিলর সম্প্রতি পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন।
উল্লেখ্য, আসন্ন পুরভোটে সবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছে বামফ্রন্ট। ম্যারাথন বৈঠকের পর তৃণমূলও শুক্রবার রাতে তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ইতিমধ্যেই বাম, তৃণমূল দুই শিবিরের প্রার্থীরাই জোর কদমে প্রচার শুরু করেছে।
Comments are closed.