পুরভোটেও নিরাপত্তার দায়িত্বে থাকুক কেন্দ্রীয় বাহিনী। সম্প্রতি এই দাবি নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেছিল রাজ্য বিজেপি। এবার একই দাবি নিয়ে দেশের সর্বচ্চ আদালতে গেল গেরুয়া শিবির। এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।
বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবি জানিয়ে আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম। এবার আমরা সুপ্রিম কোর্টেও একই দাবি জানিয়েছি। দেশের শীর্ষ আদালতের তরফে যাতে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়, আমরা সেই আবেদন করেছি।
ভোট ঘোষণা হওয়ার আগেও সুকান্ত একই দাবি নিয়ে সরব হয়েছিলেন। উল্লেখ্য, শুক্রবারই সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিজেপি সাংসদদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। জানা গিয়েছে, রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়ে মোদীর কাছে তাঁরা বেশ কিছু অভিযোগ করেছেন। সেই সঙ্গে রাজ্যে যাতে দ্রুত সিএএ লাগু হয়, সেই আবেদনও করেছেন বিজেপি সাংসদরা।
১৯ তারিখ কলকাতা পুরভোট। ইতিমধ্যেই সব দলের প্রার্থীরা জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে বিজেপির সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের খোঁচা, ভোটে ভয় পাচ্ছে বিজেপি। তাই নানান ছুতো দেখিয়ে নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে।
Comments are closed.