শিয়রে পুরভোট। ইতিমধ্যেই দুই প্রধান শিবির প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবারই তৃণমূল এবং বামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করেছে। জানা গিয়েছে সোমবার বিজেপি পুরভোটে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে।
পুরভোটে গেরুয়া শিবির থেকে কারা টিকিট পাবেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক শিবিরের। সূত্রের খবর, দলের সব পুরোনো কাউন্সিলরকেই প্রার্থী করতে চলেছে বিজেপি। এছাড়াও তালিকায় গুরুত্ব দেওয়া হবে যুব ও মহিলাদের। জানা গিয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চল্লিশের কম বয়েসীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩৫% আসনে মহিলা প্রার্থীদের টিকিট দেওয়া হবে বলে খবর।
গত পুরভোটে ৭ টি ওয়ার্ড জিতেছিল বিজেপি। যার মধ্যে চারটি দক্ষিণ কলকাতার এবং তিনটে উত্তর কলকাতার। বর্তমানে বিজেপির কাউন্সিলরের সংখ্যা চার জন। দু’জন তৃণমূলে যোগ দিয়েছেন। এবং এক বিদায়ী কাউন্সিলর সম্প্রতি পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, শেষ পর্বের বাছাই চলছে। সোমবারের মধ্যে ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
Comments are closed.