তন্ময় ঘোষের দলত্যাগ নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি। হেস্টিংস সূত্রে খবর, মঙ্গলবার তন্ময় ঘোষকে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হবে তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান। এবং এই সপ্তাহের মধ্যেই বিধানসভার অধ্যক্ষের কাছে তন্ময় ঘোষের বিধায়ক পদ খারিজের আবেদন করবে পদ্ম শিবির।
তন্ময় ঘোষের দলত্যাগ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। মুকুল রায়ের মতই তন্ময় ঘোষকে উদ্দেশ্য করেও তিনি বলেন, ওনাকে বলব বিধায়ক পদে ইস্তফা দিয়ে দল ছাড়তে। তারপরেই তাঁর হুঁশিয়ারি, রাজ্যে বিরোধী দলনেতার আসনে শুভেন্দু অধিকারী আছে আর কেন্দ্রে দলত্যাগ বিরোধী আইনও আছে। কীভাবে কার্যকর করতে হয় আমি জানি।
এদিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, শাসক দল মিথ্যে মামলার ভয় দেখিয়ে তন্ময় ঘোষকে দলত্যাগ করতে বাধ্য করেছে।
বিষ্ণুপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর ছিলেন তন্ময়। দলবদলের মরশুমে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান তিনি। বিজেপিতে যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে বিষ্ণুপুর আসনের প্রার্থী করে গেরুয়া শিবির। ভোটে জয়লাভও করেন। সোমবারই ফের তৃণমূলে ফিরেছেন তন্ময়।
উল্লেখ্য বিজেপির করা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়েও বিধানসভায় অধ্যক্ষের কাছে শুনানি চলছে।
Comments are closed.