‘ রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে ‘। দোল যাত্রার শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুকে তিনি সকলকে শুভেচ্ছা জানান।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid08Sbs1sRSAYWyv25djG8fZRboetC6svNbDjNirar28yBtoRG47mp9wP5gtgn9bULbl&id=100044572053325&mibextid=Nif5oz
বছরভর নানা পার্বণ, নানা উৎসবের সূচনা হয় দোল উৎসবের মধ্য দিয়েই। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, বাংলা বছরের একেবারে শেষদিককার উৎসব দোল। ফাল্গুণের পূর্ণিমা তিথিতে দোল উৎসব হয়। রাধাকৃষ্ণের লীলাখেলাকে উদযাপন করতেই এই দিনটিতে রঙ খেলায় মেতে ওঠেন বাঙালি।
দোল কিংবা হোলি উপলক্ষে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে ভারতের অন্যতম তীর্থক্ষেত্র মথুরা, বৃন্দাবন।
Comments are closed.