মঙ্গলবার থেকে শুরু সিপিএমের রাজ্য কমিটির সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে একাধিক বিষয় নিয়ে আলোচনার পাশপাশি রাজ্য কমিটিতেও ব্যাপক রদবদলের সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে অলিমুদ্দিনের বয়স-নীতির কারণে পদ থেকে সরে দাঁড়াতে পারেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেবরা।
এদিকে সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক পদের জন্য শ্রীদীপ ভট্টাচার্যের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। শ্রীদীপ ভট্টাচার্যের সঙ্গে পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিমেরও নাম শোনা গিয়েছিল। যদিও বিধানসভা ভোটের আগে আইএসএফ-এর সঙ্গে জোট প্রসঙ্গে মহম্মদ সেলিমের ভূমিকা নিয়ে দলের অন্দরেই একাংশের অভিযোগ রয়েছে। সেদিক থেকে রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে শ্রীদীপ ভট্টাচার্যকেই এগিয়ে রাখছে দলের একাংশ।
লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভায় দলের ভরাডুবি সব কিছু নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে পারে সম্মেলন এমনটাই খবর। সম্প্রতি রাজ্যের পুর নির্বাচনে দলের ভোট শতাংশ কিছুটা বাড়লেও সমগ্র পরিস্থিতিতি খুবই খারাপ। এই আবহে দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা দিতে পারে। সব মিলিয়ে রাজ্যের এই পরিবর্তিত পরিস্থিতিতে আগামী দিনে দলের কী ভূমিকা হবে, রাজনৈতিক কর্মকান্ডের কী রূপরেখা হবে-এধরনের একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে তিন দিন ব্যাপী। রাজ্য কমিটির রদবদল হলে পুরনোদের জায়গায় কোনও নতুন তরুণ মুখ উঠে আসে কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.