হস্তশিল্পে ব্যাপক উন্নত করেছে বাংলা। এরাজ্যের হস্তশিল্পের সামগ্রী বিদেশে রপ্তানি হচ্ছে। সেই সঙ্গে দেশের মধ্যেই বিভিন্ন হাট, মেলায় লক্ষ লক্ষ মানুষ হস্তশিল্পের সামগ্রী কিনছেন। যা থেকে বাংলার হস্তশিল্পীদের আর্থিক উন্নতও হচ্ছে। সোমবার বিধানসভার অধিবেশনে প্রশ্নউত্তর পর্বে তথ্য দিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আমাদের হস্তশিল্পীরা আমাদের সম্পদ। আমাদের হস্তশিল্পের নানান ধরণের সামগ্রী এখন বিভিন্ন শপিং মলে বিক্রি হচ্ছে, অ্যামাজনের সঙ্গে চুক্তি হয়েছে। বাইরেও যাচ্ছে।
তাঁর সরকারের আমলে স্বনির্ভর গোষ্ঠীরও যে প্রভূত উন্নতি হয়েছে, এদিন সে কথাও বলেন মুখ্যমন্ত্রী। জানান, আমরা ক্ষমতায় এসে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়িয়েছি। আগে স্বনির্ভর গোষ্ঠীতে যে সংখ্যক মহিলা যুক্ত ছিলেন, এখন সেই সংখ্যা আরও বেড়েছে। পুরুষের সংখ্যাও বেড়েছে। তাঁর দাবি, বাম আমালে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছিল এ সরকারের আমালে তা বেড়ে হয়েছে ৯২ হাজার কোটি টাকা।
পুজোতেও রাজ্যে ব্যাপক টাকার ব্যবসা হয়েছে বলে এদিন বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুজোর সময় রাজ্যে ৮২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে।
Comments are closed.