রাজ্যের চার পুরসভার ভোটের গণনা হবে ১৪ ফেব্রুয়ারি। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো রাজ্য নির্বাচন কমিশন। ১২ ফেব্রুয়ারি ওই চার পুরসভার ভোট রয়েছে।
গত ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরনিগমের ভোট হওয়ার দিন নির্ধারণ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ভোটের দিন পিছিয়ে দেওয়া নিয়ে দাবি ওঠে। ভোট পেছনে নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। এই পরিস্থিতিতে ভোট পেছনোর কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ২২ জানুয়ারির জায়গায় চার পুরসভার ভোট ১২ ফেব্রুয়ারি করার কথা ঘোষণা করে কমিশন। ভোটের দিন ঘোষণা করলেও এতদিন কমিশন গণনার দিন জানায় নিই।
এদিকে হাওড়ার পুরভোট কবে হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। কয়েকদিন আগেই হাওড়া থেকে বালিকে আলাদা করার বিল নিয়ে ফের একবার রাজ্য-রাজভবন সংঘাত শুরু হয়। সব মিলিয়ে হাওড়ার পুরভোট নিয়ে কমিশন কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.