মাঝে মাসখানেক, তারপরেই বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই এই কটা দিনের জন্য অপেক্ষায় থাকে আপামর বাঙালি। আর এই খুশির আবহে প্রতিবারের মতো এবারেও পুজো উপলক্ষ্যে ক্লাবগুলোর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।
পুজো করার জন্য প্রতিবারের মতো এবারও পুজো কমিটিগুলোকে রাজ্যের তরফে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। কোভিড পরিস্থিতিতে পুজো পরিচালনা নিয়ে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেই সঙ্গে এদিন তিনি আরও জানান, বিদ্যুৎ বিলে ৫০% ছাড় দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলিকে পাশাপাশি মুকুব করা হয়েছে পুজোর লাইসেন্স ফি।
এদিন পুজো নিয়ে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুজো সংক্রান্ত সব রকম সাহায্য করা হবে ক্লাবগুলিকে। ক্লাবগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের চিন্তার কোনও কারণ নেই। গতবার যা যা করা হয়েছিল রাজ্যের তরফে এবারেও তাই বলবৎ থাকবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, দুর্গাপূজাকে বিশ্বের এক নম্বর ফেস্টিভাল বলে মনে করি। কুইন্স ইউনিভার্সিটি এবং আইআইটি খড়গপুর সার্ভে করে জানিয়েছে পশ্চিমবঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে গড়ে ৩২ হাজার ৩৭৭ কোটি টাকা খরচ হয়।
এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী সহ কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
Comments are closed.