উপহারে দুর্গামূর্তি, আদিবাদী নৃত্যে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর ; রাষ্ট্রপতির সংবর্ধনায় বিশেষ আয়োজন রাজ্যের
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম রাজ্য সফরে এলেন দ্রৌপদী মুর্মূ। পূর্ব কর্মসূচি মেনেই সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে রাজ্যের তরফে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির সম্মানে বিশেষ আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়েছিল। ধামাসার তালে তালে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সেই নাচে অংশগ্রহণ করেন। যা দেখে মুগ্ধ রাষ্ট্রপতি। এদিন রাজ্যের তরফে তাঁকে দূর্গা মূর্তি এবং একটি ছৌ নাচের মুখোসও উপহার হিসেবে তুলে দেন মমতা ব্যানার্জি।
এদিন বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রীর আদিবাসী নৃত্যে অংশগ্রহণের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আমার আজ ভীষণ ভালো লাগছে। মুখ্যমন্ত্রী যখন আদিবাসী শিল্পীদের সঙ্গে নিজেই বাদ্যযন্ত্র বাজালেন, নাচলেন তালে তালে, আমার ভীষণ ভাল লাগল। এটা সবাইকে সমান ভাববার একটি প্রকাশ। সবাইকে সম্মান দেওয়া। সবাইকে সমান ভাবে কাছে টেনে নেওয়া, সব সংস্কৃতিকে সম্মান দেওয়া— এটা বড় কলা। এটা মুখ্যমন্ত্রীর আছে। এ জন্য তাঁকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন বাংলা ভাষারও প্রশংসা করেন রাষ্ট্রপতি।
Comments are closed.